প্রকাশিত: Tue, Apr 18, 2023 3:53 AM
আপডেট: Mon, Jan 26, 2026 4:33 AM

বঙ্গবাজার-নিউমার্কেটে আগুন লাগিয়েছে সরকার: মির্জা ফখরুল

রিয়াদ হাসান: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সুষ্ঠু নির্বাচন থেকে জনগণের দৃষ্টি সরাতেই বর্তমান সরকার বঙ্গবাজার ও নিউমার্কেটসহ বিভিন্ন জায়গায় আগুন লাগাচ্ছে। মানুষের যে দাবি উঠেছে, এই দাবিগুলোকে পাশ কাটানোর জন্য মানুষের দৃষ্টি ভিন্ন দিকে নেওয়ার জন্য আপনারা (সরকার) এই আগুন লাগাচ্ছেন। যেখানে ২০টি দোকান থাকার কথা, সেখানে ৪০টি দোকান বসানো হয়েছে। সরকারের লোক ঘুষ নিয়ে অবৈধভাবে এসব দোকান বসিয়েছে। সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। সারের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, সব জিনিসপত্রের দাম কয়েকগুণ বেড়ে গেছে। এই দিকে সরকারের নজর নেই। তারা বলে সবকিছু সহনশীল আছে, জিনিসপত্রের দাম বেড়েছে, আয়ও বেড়েছে। কার আয় বেড়েছে? আওয়ামী লীগের আর সরকারি কর্মকর্তাদের আয় বেড়েছে। যারা চুরি করে, লুট করে মানুষেরটা খায় তাদের বেড়েছে। সাধারণ মানুষের আয় বাড়েনি।

তিনি বলেন, আমাদের দেশে কৃষকদের শুধু অবহেলা নয়, সরকার তাদের চরম কষ্টের মধ্যে ফেলে দিয়েছে। কৃষকরা মাথায় হাত দিয়েছে। হঠাৎ করে প্রতি কেজি সারে পাঁচ টাকা দাম বাড়ানো হয়েছে। কারণ আইএমএফ শর্ত দিয়েছে কৃষকদের ভর্তুকি দেওয়া যাবে না। সারা পৃথিবীতে কৃষিতে ভর্তুকি দেওয়া হয়।

বিএনপি মহাসচিব বলেন, আজকে এই সরকার একটি গণবিরোধী সরকার, আজকে সরকার সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এ সরকার আজকে আমাদের সমস্ত অর্জনগুলোকে ধ্বংস করে দিয়েছে। সরকার দেশের সমস্ত খাতগুলোকে ধ্বংস করে দিয়েছে। কৃষিকে ধ্বংস করে দিয়েছে। শিল্প, অর্থনীতিকে ধ্বংস করেছে। লুটপাটের রাজত্ব কায়েম করেছে।

তিনি বলেন, পরিষ্কার করে বলছি মূল যে জায়গাটা সেটা হচ্ছে এই সরকারকে সরাতে হবে। সরকার যতদিন থাকবে ততদিন মানুষের ওপর অত্যাচার বাড়বে, মানুষের ওপর নির্যাতন নিপীড়ন চলতেই থাকবে, মানুষকে বিনা দোষে গ্রেপ্তার করে নিয়ে যাবে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যোগ করেছে যাতে সাংবাদিক ভাইয়েরা লিখতে না পারেন।

বিএনপির এই শীর্ষ নেতা আরো বলেন, সবাই দেশকে রক্ষা করার জন্য একজোট হয়েছি। আজকের এই আন্দোলন শুধু বিএনপিকে ক্ষমতায় বসানোর জন্য নয়, জোটকে ক্ষমতায় বসানোর জন্য নয়। এই আন্দোলন জনগণকে তার ক্ষমতা ফিরিয়ে দেওয়ার জন্য। ইনশাআল্লাহ এই আন্দোলনে আমরা জিতবই।

বিক্ষোভ সমাবেশের সভাপতিত্ব করেন কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। সঞ্চালনা করেন কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। সম্পাদনা: শামসুল বসুনিয়া